শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

হিন্দু দেব-দেবীর প্রতীকের তাৎপর্য


     

      হিন্দু দেব-দেবীর প্রতীকের তাৎপর্য



      ফেসবুক থেকে শেয়ার করেছেন                     প্রণব কুমার কুণ্ডু


হিন্দু দেব-দেবীর প্রতীকের তাৎপর্য
----------------------------------------
দেবী দূর্গার দশটি হাত | মা কালীর দশমহাবিদ্যার দশ প্রকার রুপভেদ | ভগবান শ্রীবিষ্ণুর দশাবতার --- এ সবই হলো এই বিশাল ব্রম্ভাণ্ডের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের জন্য প্রয়োজনীয় দশ প্রকার শক্তি ও অবস্থা পরাবর্তনের বিজ্ঞান সন্মত রুপক বা প্রতীক | আধুনিক বিজ্ঞান দ্বারা এটা প্রমানিত যে, বিশ্ব সৃষ্টি ও পরিচালনার জন্য দশ প্রকারের শক্তি ও মাত্রার প্রয়োজন হয় | এই দশ প্রকার শক্তি হল ---

১, ষ্ট্রং নিউক্লিয়ার ফোর্স,
২. উইক নিউক্লিয়ার ফোর্স,
৩. ইলেট্রোম্যাগনেটিক ফোর্স, 

৪. গ্র্যাভিটি,
৫. চিৎশক্তি,
৬. দৈর্ঘ্য,
৭. প্রস্থ,
৮. বেধ,
৯. স্পেস এবং
১০. শূন্যতা |


মা কালীর গলায় ৫১ টি মুণ্ডমালা হলো ৫১ টি কোয়ান্টাম ফিল্ডের প্রতীক | পৃথিবী থেকে আমরা মহাকাশকে নীল দেখি | মহাকাশের পরবর্তী বর্ণ কালো | তাই শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, মা কালী প্রমুখ ব্রম্ভাণ্ড নিয়ন্ত্রা দেব-দেবীর গাত্রবর্ণ নীল বা কালো রুপে দেখানো হয় |
সনাতন হিন্দু ধর্মের প্রতিটি দেব-দেবীর মূর্তি বা ভাস্কার্য, তাঁদের দেহের বর্ণ, হস্ত, পদ, অস্ত্র, বাহন, জ্বিহ্বা, চক্ষু, পোষাক, গহনা, মালা, দেহের ভঙ্গিমা --- এই সব কিছুর মধ্যেই রয়েছে প্রতীকী ব্যঞ্জনা | মর্ডান আর্টে যেমন প্রতীকী অর্থ থাকে, যোগ বিজ্ঞানে সিদ্ধ ঋষিগণও অনুরুপ ভাবে প্রতিমার মধ্যে প্রতীক ব্যবহার করেছেন |
মানুষ যখন যোগসিদ্ধি লাভ করেন তখনই তার মহাজ্ঞান, মহৈশ্চর্য, মহা জনপ্রিয়তা ও সংগ্রাম করলে মহাশক্তি আয়ত্ব হয় | এই চারটি বিষয়ের প্রতীক রূপেই মা দূর্গার সঙ্গে সরস্বতী, লক্ষী, গনেশ, কার্তিকের প্রতিমা নির্মাণ করা হয় | মনের আসুরিক শক্তিগুলিকে দমন করেই নিজেকে মঙ্গলজনক কাজে উৎসর্গ করা যায়, তাই অসুরদলনী মা দূর্গার প্রতিমাটাও এক প্রকারের প্রতীক | সিংহ, সর্প, পেঁচা ও ময়ূর হলো গতি ও কর্মের প্রতীক | প্রকৃতি হলেন নগ্না | সেই নগ্না প্রকৃতিকে আবৃত রেখেছে গাছ, পাহাড় ইত্যাদি | প্রকৃতিরই মূর্তরূপ মা কালীও তাই নগ্নিকা | নগ্না কালীকে আবৃত করে রেখেছে মুণ্ডমালা ও অসুরদের কর্তিত হস্ত | ভগবান শ্রীকৃষ্ণের হস্তে বাঁশি হলো নাদব্রক্ষের প্রতীক | গোপ-গোপিগণ হলো ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্রতীক | আর রাধা হলেন মহাশক্তির প্রতীক | ভগবান শিবের হস্তে ডমরু, ত্রিশূল, গলায় সর্প, এগুলিও হলো শব্দশক্তি, ধাতুশক্তি, গরলশক্তিকে ধারণ করে রাখার প্রতীক |
কৃতজ্ঞতা : দেবদেবী ও অবতারগণের প্রতীকী তাৎপর্য -- রবীন সেনগুপ্ত |

ভারত মাতা কি -- জয় |


লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
মন্তব্য করুন
মন্তব্যগুলি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন