মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

বিবেকানন্দ ( দুই )


বিবেকানন্দ ( দুই )



১৮৮৬ খ্রিস্টাব্দের ১৬ই আগষ্ট, রামকৃষ্ণের দেহান্তর ঘটে।
এর পরে, বিবেকানন্দ, ছয় বৎসর কাল, হিমালয় পর্বতে অতিবাহিত করেন।
সেই সময়েই উনি তিব্বতে গিয়েছিলেন।* বৌদ্ধধর্ম শিক্ষা করেছিলেন।
বৌদ্ধধর্ম সম্বন্ধে, বিবেকানন্দের, ভালো জ্ঞান ছিল।

বিবেকানন্দ, রাজস্থানের খেতরির মহারাজকে, স্বমতে দীক্ষিত করেন।
সম্ভবত, ঐটিই, বিবেকানন্দের প্রথম 'দীক্ষা' দেওয়া।
প্রথম দীক্ষা, একেবারে, মহারাজ পর্যায়ের ব্যক্তিকে।
বিবেকানন্দকে দেখতে সুন্দর ছিল। তিনি সুপুরুষ ছিলেন।



* সূত্র :'সরল বাঙ্গালা অভিধান', সুবলচন্দ্র মিত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন