মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

শ্রীবিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ


শ্রীবিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ



পাশ্চাত্য দর্শন শিক্ষা করে, বিবেকানন্দ, প্রথমে, নাস্তিকতার দিকে, এগিয়েছিলেন।
পরে ব্রাহ্মসমাজের প্রতি, বিবেকানন্দের দৃষ্টি পড়ে।
বিবেকানন্দ, গান গাইতে পারতেন।
পরে বিবেকানন্দের সঙ্গে, শ্রীরামকৃষ্ণের যোগাযোগ হয়।
বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণের, স্নেহভাজনগণের মধ্যে, অন্যতম ছিলেন !
শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দকে, 'হিপ্নোটাইজ' করেছিলেন।

শ্রীবিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণকে, 'গুরু' বলে উল্লেখ করেছিলেন।
কিন্তু, শ্রীরামকৃষ্ণ কি, শ্রীবিবেকানন্দকে,
শিষ্য হিসাবে 'স্বীকার'
দীক্ষা
বা
মন্ত্র দিয়েছিলেন ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন