শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

আজাদ হিন্দ ব্যাঙ্কের ছাপানো কয়েকখানা নোটের প্রতিলিপি


     আজাদ হিন্দ ব্যাঙ্কের ছাপানো কয়েকখানা নোটের প্রতিলিপি


 
     ফেসবুক থেকে       শেয়ার করে্ছেন          প্রণব কুমার কুণ্ডু




আজাদ হিন্দ ব্যাঙ্ক এবং তাতে ছাপানো কিছু নোট 🙂
21 Oct 1943 তারিখে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ-এর আঞ্চলিক সরকার গঠন করেন এবং পরবর্তীকালে 23 Oct 1943 তারিখে বসু ব্রিটিশ রাজ ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
বার্মা র রেঙ্গুন এ 1944 সালের 5 Apr প্রতিষ্ঠিত হয় 'আজাদ হিন্দ ব্যাঙ্ক'।
আজাদ হিন্দ ব্যাঙ্ক এ নানান মূল্যের টাকা ছাপানো হয়েছিল।

এখানে তার কিছু নমুনা




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন