রাসবিহারী বসু
ফেসবুক থেকে শেয়ার করেছেন প্রণব কুমার কুণ্ডু
পুরানো সেই দিনের কথা: নিজের পুত্র ও কন্যার সাথে বিপ্লবী ও আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা শ্রী রাসবিহারী বসু। জাপানে খুব সম্ভবত ১৯৩০ এর দশকে তোলা ছবি। ১৯১৮ সালের জুলাই মাসে শ্রী রাসবিহারী বসু ও শ্রীমতি তোশিকো এর বিবাহ হয়। ১৯১৯ সালে তাঁদের প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। তাঁর দুটি নাম রাখা হয়েছিল। জাপানি ও ভারতীয়- মাশাহিদে ও ভারতচন্দ্র। কন্যা তেৎসু এর জন্ম হয় খুব সম্ভবত ১৯২২ সালে। শ্রী রাসবিহারী বসুর পুত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন গত হন। কন্যা প্রায় ৯০ বৎসর বয়স পর্যন্ত জীবিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন