শনিবার, ১৬ জুন, ২০১৮

কবি চৈতালি চৌধুরীর কবিতা




কবি চৈতালি চৌধুরীর কবিতা

হারিয়ে ফেলার আগে


ভালোবাসা যেন বালির মতো..
মুঠোয় ধরতে গেলেই আঙুলের ফাঁক গলে পড়ে যাবে।
পাত্রে রাখো   তলায় জমে থাকবে,
কিন্তু প্রকৃতিতে ছড়িয়ে রাখো - -
উড়ে এসে তোমার গায়ে মাখবে!



ভালোবাসা যেন জলের মতো..
স্বচ্ছ নির্মল টলটলে আকারহীন,
তুমি যেমন করে রাখবে তেমনই থাকবে ।
শুধু কাদা ছেটালে কাদায় মাখবে ।


ভালোবাসা যেন ফুলের মতো
রঙিন কোমল উজ্জ্বল
তোমাকে স্বপ্নে বিভোর করে রাখবে।
কিন্তু তুমি যদি তাকে উৎস থেকে উপ্রে ফেলো...
নেতিয়ে গিয়ে শুকিয়ে যাবে।


ভালোবাসা ই তো জীবন!
জন্ম আছে গতি আছে,
উদ্দাম আছে উচ্ছ্বাস আছে প্রকাশ আছে।
জীবন শেষে যেমন কান্না আছে,
তেমনি ভালবাসা হারালে লুটিয়ে পড়ে কান্না!
হারিয়ে গেলে জীবন ও আর ফেরে না কখনো


ভালোবাসা ও তেমনি.....
শুধুই স্মৃতি আর চোখের জলের বন্যা!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন