শনিবার, ২৩ জুন, ২০১৮

পলাশীর যুদ্ধ-ষড়যন্ত্রে বিশ্বাসঘাতকদের পরিণাম


      পলাশীর যুদ্ধ-ষড়যন্ত্রে বিশ্বাসঘাতকদের পরিণাম         শেয়ার করেছেন             প্রণব কুমার কুণ্ডু



পলাশী ষড়যন্ত্রের বিশ্বাসঘাতকদের পরিণাম

ইংরেজদের ষড়যন্ত্র ও সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতায় ১৭৫৭ সালের ২৩ জুন নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনচ্যুত হন।
নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যারা ষড়যন্ত্রে জড়িত ছিলেন, তাদের করুণ পরিণতি বরণ করতে হয়।
মীরজাফর খ্যাত হতে চেয়েছিলেন ‘মহবত্ জং’ নামে। কিন্তু তার পরিচিতি ছড়িয়ে পড়ে ‘ক্লাইভের গাধা’ হিসেবে। রাজকার্যে বীতশ্রদ্ধ হয়ে ভাং সেবন করে তিনি টঙ হয়ে থাকতেন।

১। মসনদচ্যুত হওয়ার পর মীরজাফর মারা যায় কুষ্ঠরোগের শিকার হয়ে।
২। লর্ড ক্লাইভ নিজের হাতে ...
পড়তে থাকুন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন