বুধবার, ২৩ মে, ২০১৮

মোহনদাস কর্মচন্দ গাঁধী ( দুই )


মোহনদাস কর্মচন্দ গাঁন্ধী ( দুই )



ঘটনাটা ১৮৯৩ সালের ৭ জুন !
দক্ষিণ আফ্রিকার রেল স্টেশনটির নাম ছিল পিটারমারিৎজবার্গা !
ট্রেনের কামরাটা শুধু শ্বেতাঙ্গদের জন্যই নির্দিষ্ট ছিল !
'হোয়াইটস ওনলি'  বলে বিজ্ঞপ্তিও সাঁটা ছিল !

সেই বিজ্ঞপ্তিকে উপেক্ষা করেই
ওই ট্রেনের প্রথম শ্রেণির সেই কামরায়
উঠে বসেছিলেন
ব্যারিস্টার মোহনদাস করমদাস গাঁন্ধি !

শ্বেতাঙ্গরা গান্ধিজিকে জোর করে
ট্রেন থেকে নামিয়ে দিয়েছিল !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন