বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭

দিব্যদৃষ্টি ( এক ) ( গদ্য )



দিব্যদৃষ্টি ( এক ) ( গদ্য )


শুধু  এক  রূপ  কেন, ভগবানের   শত  শত, সহস্র  সহস্র দিব্য  রূপ  আছে ।
তাঁর  নানান  ধরণের  বর্ণ।
তিনি  নানান   আকৃতি  বিশিষ্ট ।
ঈশ্বরের  কেবল  একঅংশে, অনন্ত  কোটি  ব্রহ্মাণ্ড পরিব্যক্ত  রয়েছে।
আমাদের  দৃশ্যইন্দ্রিয়  দিয়ে, ঈশ্বরকে  দেখা  যায়  না।
তার জন্য    দিব্যদৃষ্টি  দরকার !
ঈশ্বরই  সেই  দিব্যদৃষ্টি দিতে  পারেন।
এবং  এই  ব্যাপারে, কখনো সখনো ঈশ্বর  সমতুল্য  কেউ  কেউ !




*সূত্র  :  ' গীতা-মাধুর্য্য  ',  পৃষ্ঠা  ৬৬, গীতা  প্রেস। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন