শিবলিঙ্গের পূজা
শিবলিঙ্গের পূজা করার অধিকার, নারী পুরুষ নপুংসক, সকলেরই আছে !
শাস্ত্রীয় অধিকার যখন রয়েছে, তখন শিবলিঙ্গ পূজায়, পুরুতের প্রয়োজন অপ্রাসঙ্গিক !
ব্রাহ্মণ
ক্ষত্রিয়
বৈশ্য
শূদ্র
অনুলোম
বা বিলোম সঙ্করদেরও, শিবলিঙ্গের পূজার, সেই অধিকার আছে !
ব্রাহ্মণেরা, বৈদিক মন্ত্রে পূজা করবেন !
অব্রাহ্মণেরা এবং নিম্নবর্গীয়রা, তান্ত্রিক মন্ত্রে পূজা সারবেন !
* তথ্যসূত্র : 'সংক্ষিপ্ত শিবপুরাণ', পৃষ্ঠা ৫৩।
লেখকের সংযোজন---
লেখকের মতো লোক, কিছুই করবেন না, না বৈদিক মতে পূজা, না তান্ত্রিক মতে পূজা !
লেখকের অতিরিক্ত সংযোজন---
শিবলিঙ্গ পূজা, বা শিবসতী লিঙ্গ পূজা, বা শুধু লিঙ্গ পূজা, যদি করতেই হয়, তাহলে, মনুষ্য-মনুষী লিঙ্গই তো, আছে, লেখকের জানা !
লেখকের তদ্-অতিরিক্ত সংযোজন---
ওখানেই লেখক, ফুল ছড়াবেন, কয়খানা !
তার বাইরেও সংযোজন---
অন্যেরা কে কী করবেন, তা লেখকের, সম্পূর্ণরূপে অজানা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন