হিমালয়
হিমালয়, পর্বতদের রাজা।
হিমালয়কে, হিমাদ্রিও বলা হয়।
হিমালয়, নানাপ্রকার ধাতুর খনি।
হিমালয় শুভ।
হিমালয়কে, দিব্যদেহ ধারণ করিয়ে, সর্বাঙ্গসুন্দর রমণীয় দেবতা হিসাবে রূপ দেওয়া হয়েছে।
বলা হয়, হিমালয়, ভগবান বিষ্ণুর অংশোদ্ভূত !
তুষার মণ্ডিত হিমালয়।
হিমালয় ভগবান শিবের, অত্যান্ত প্রিয় তপস্যার স্থান।
যোগী-মহাযোগিদেরও !
আর সাধারণ মানুষদের বেড়াবার জায়গা।
হিমালয়, শিবের শ্বশুর মশাই !
শিবের বাসস্থান কৈলাস।
কৈলাস পর্বতও হিমালয়ের একটি শৃঙ্গ !
শিবের নিবাসস্থল বলে, কৈলাস, হিন্দুদের ক্ষেত্রে, সর্বপ্রধান লৌকিক ও বাস্তবিক, তীর্থস্থান ! কৈলাস পর্বতের বাস্তব অস্তিত্ব আছে ! কৈলাস পর্বত অলৌকিক অবাস্তব নয় ! কৈলাস 'শিবলোক' ! কৈলাস পর্বতের পাদদেশে তীর্থযাত্রিরা পৌঁছতে পারেন ! কৈলাস পর্বতকে বেষ্টন করে, একটি পায়ে চলা পাহাড়ি পধ আছে ! সেই পথটি পরিভ্রমণ করতে সাধারণ তীর্থযাত্রিদের, সাধারণত তিন সপ্তাহের বেশি সময় লাগে !
*শিবপুরাণ/১৬২। সুবল/১৩১৯।
কৈলাস পর্বতও হিমালয়ের একটি শৃঙ্গ !
শিবের নিবাসস্থল বলে, কৈলাস, হিন্দুদের ক্ষেত্রে, সর্বপ্রধান লৌকিক ও বাস্তবিক, তীর্থস্থান ! কৈলাস পর্বতের বাস্তব অস্তিত্ব আছে ! কৈলাস পর্বত অলৌকিক অবাস্তব নয় ! কৈলাস 'শিবলোক' ! কৈলাস পর্বতের পাদদেশে তীর্থযাত্রিরা পৌঁছতে পারেন ! কৈলাস পর্বতকে বেষ্টন করে, একটি পায়ে চলা পাহাড়ি পধ আছে ! সেই পথটি পরিভ্রমণ করতে সাধারণ তীর্থযাত্রিদের, সাধারণত তিন সপ্তাহের বেশি সময় লাগে !
*শিবপুরাণ/১৬২। সুবল/১৩১৯।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন