বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

ব্রাহ্মণ


ব্রাহ্মণ



অতীতে, বাঙালি জাতিতে, একজনও, বৈদিক  ক্রিয়াকলাপে দক্ষ, ব্রাহ্মণ ছিলেন না !

তাই, পাঁচজন 'শিক্ষিত'  ব্রাহ্মণকে, কান্যকুব্জ থেকে নিয়ে এসেছিলেন, তৎকালীন বাংলার সেনবংশের প্রতিষ্ঠাতা, আদিশূর !

রাঢ়ি ও বারেন্দ্র ব্রাহ্মণরা, এঁদেরই বংশধর !

এখন পর্যন্ত পুরোহিত ব্যাবসা, তাঁদের বংশধরেরা, ভালোই চালাচ্ছেন !

কান্যকুব্জ।
কনৌজ দেশ !
কনৌজ, উত্তর প্রদেশের ফারাক্কাবাদ জেলার, তহসিলবিশেষ ছিল।
কান্যকুব্জ, প্রাচীন আর্যসভ্যতার কেন্দ্রগুলির মধ্যে, অন্যতম ছিল !
অতি প্রাচীনকাল থেকে, খ্রিস্টিয়  ৬ষ্ঠ শতাব্দ পর্যন্ত, কান্যকুব্জ, আর্যগৌরবের সাক্ষ্য বহন করেছিল !
খ্রিস্টাব্দ ১০১৮ অব্দে, দেশটি,  গজনির সুলতান, মহম্মদ মামুদের হাতে বিধ্বস্ত হয়েছিল !



* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ',পৃষ্ঠা ২৭৩। অভিধান 'সুবল',  পৃষ্ঠা ৩৩৮।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন