ষোড়শোপচারে শিবের পূজা
ষোড়শ উপচার দিয়ে, ভগবান শিবের পূজা করলে, পূজার ফলের সিদ্ধিলাভের সম্ভাবনা, সহজ হয় !
কাজেই ষোলো উপচার দিয়ে, ভগবান শিবের, পূজা করাই উচিত !
উপচার। পূজার সামগ্রী।
দেবতা ভেদে উপচারে কিছু কিছু পার্থক্য আছে !
যেমন, শিবকে দেওয়া হয়, গাঁজা-ছিলিম এবং আধুনিক যুগে দেশলাই !
শক্তিদেবীকে, দেওয়া হয়, মদ্য ! আধুনিক যুগে, চোলাই !
পূজায়, দেবতার অভিষেক করলে আত্মশুদ্ধি হয় !
অভিষেক।
পূজার বেদিতে, দেবতার সংস্থাপন। মন্ত্রপূত তীর্থজলে, দেবতাকে স্নান করানো বা মানস-স্নান করানো !
ফুল দিয়ে এবং মন্ত্রপাঠে, পূজা করতে হয় !
অঘ্রাত অক্ষত দিয়ে, নৈবেদ্য প্রস্তুত করতে হয় !
নৈবেদ্য দিলে, আয়ুবৃদ্ধি ও তৃপ্তি হয় !
গন্ধদ্রব্য দিলে, পুণ্যলাভ হয় !
ধূপ নিবেদন করলে, ধনলাভ হয় !
দীপ দেখালে, জ্ঞানের উদয় হয় !
পান-সুপারি দিলে, ভোগের উপলব্ধি হয় !
পূজার শেষে জপ করা ও প্রণাম করা উচিত !
সকলকে প্রসাদ দেওয়া উচিত !
* সূত্র : 'সংক্ষিপ্ত শিবপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ৩৫।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন