গায়ত্রী ২
গায়ত্রী।
ত্রিপদাদেবী !
গায়ত্রী
ত্রিপাদমন্ত্রবিশেষ !
গল্পে আছে, এই ত্রিপদাদেবী, ব্রহ্মার পত্নী হয়েছিলেন !
একদিন ব্রহ্মা, তাঁর যজ্ঞ কার্যের সমাধার জন্য, পত্নী সাবিত্রীদেবীকে আনবার জন্য, ইন্দ্রদেবতাকে পাঠান।
সাবিত্রীদেবী, সেই সময়ে, ঘরের কাজে ব্যস্ত ছিলেন ! তিনি আসতে পারেন নি !
সেই জন্য, ব্রহ্মা, পুনরায় বিবাহ করতে মনস্থ করেন !
নতুন কন্যা আনবার জন্য, ব্রহ্মা, দেবরাজ ইন্দ্রকে পাঠান !
ইন্দ্র খুঁজেপেতে, এক গোপ কন্যাকে সঙ্গে করে নিয়ে আসেন !
ব্রহ্মা তাঁকে বিবাহ করেন !
অতঃপর বহ্মা, তাঁর যজ্ঞ কার্য সমাপন করেন !
সেই গোপকন্যাই, গায়ত্রী !
গায়ত্রী গোপ কন্যা ছিলেন ! সেই গোপ কন্যাকে, ব্রহ্মা, বিবাহ করেছিলেন !
সু-৪৪৪/৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন