বুধবার, ২ আগস্ট, ২০১৭

ওম্


ওম্



রক্ষণ অর্থক 'অব্' ধাতুর উত্তর-এ 'মন্' প্রত্যয় যোগ করে, আমরা 'ওম্' শব্দটি পাই !
'ওম্'-এর অর্থ,  যিনি রক্ষা করেন !
'ওম্' যিনি-তিনি হতে পারেন !
আবার ঈশ্বর,  দেব-দেবী, ভগবান, পরমেশ্বর,  এঁরাও হতে পারেন !
অাবার,  আপনি,  বা আপনার স্ত্রী,  বা আপনার স্বামী,  কেউ যদি একে-অন্যকে,  রক্ষা করেন,  তবে তিনিও,  বা আপনিও, 'ওম্' !

'ওম্' = ওঁ !
প্রণব বা সকল মন্ত্রের আদ্যবীজ !
সকল মন্ত্রের ভিত্তিভূমি !
ঈশ্বরবাচক ধ্বনি !
ঈশ্বরবাচক শব্দ !
ঈশ্বরবাচক চিহ্ন !
ব্রহ্মের শব্দপ্রতীক !
বিষ্ণু-শিব-ব্রহ্ম-আত্মক বীজমন্ত্র !
অব্ ( রক্ষা করা ) + ম্ কর্তৃ ।

অথবা
অ ( বিষ্ণু ) + উ ( শিব ) + ম্ ( ব্রহ্মা )। সমাহার দ্বন্দ্ব সমাসে সন্ধি করে, পদটি নিষ্পন্ন করা হয়েছে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন