শনিবার, ২৯ জুলাই, ২০১৭

খতবা


খতবা



প্রতি সপ্তাহের শুক্রবারে নামাজে, বা ইদের নামাজে, ইমাম, অর্থাৎ, নামাজ পরিচালকের ভাষণ শুনতে হয় !

সেই ভাষণে, ইসলাম ধর্মের বিধিনিষেধ ইত্যাদি, স্মরণ করিয়ে দেওয়া হয় !

তা ছাড়া, হজরত মোহাম্মদ ও অন্যান্য মুসলমান ধর্মনেতাদের প্রতি, আনুগত্য স্বীকার করিয়ে নেওয়া হয় !

আল্লাহ'র কাছে, প্রার্থনাও জানানো হয় !

কি প্রার্থনা জানানো হয়, তা আমি জানি না, কেননা আমি মুসলমান নই, আর 'আরবি'তে প্রার্থনা জানালে, আমি তার অর্থও বুঝি না !

তবে, ফুল বেলপাতা তেজপাতা দুর্বোঘাসপাতা ইত্যাদি ছোঁড়া হয় না !

মন্ত্রও পড়া হয় না !

ওদের ইমামদের পৈতে থাকে না !

তবে মাথায় বিশেষ ধরণের টুপি থাকে !


ইমাম।
মুসলমানদের ধর্মনেতা বা ধর্মগুরু !

মুসলমানদের ধর্মগুরু থাকলেও, মুসলমানদের ধর্মশিষ্য থাকে না !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন