শনিবার, ২৯ জুলাই, ২০১৭

পর্যবেক্ষণ


পর্যবেক্ষণ



আমার পর্যবেক্ষণ এবং বীক্ষণ, সুন্নি সম্প্রদায়ের মোল্লারা, তাদের সম্প্রদায়ের লোকেদের, জানতেই দেয় না, যে, মুসলমানদের মধ্যে,আরেকটি সম্প্রদায়, 'শিয়া' সম্প্রদায়, আছে !
শিয়া সম্প্রদায় নাকি,সুন্নিদের পক্ষে, খতরনাক ! ক্ষতিকারক !
যদিও, দুটি সম্প্রদায়ে কাছে, তাদের সেই একই 'আল্লা' !

মোল্লা।
মুসলমান পণ্ডিত। পুরোহিত। বা ব্যবস্থাপক।
আবার পণ্ডিত মুসলমানের উপাধিবিশেষ।
যেমন, মোল্লা নাসিরুদ্দিন !

বাংলায়, 'মোল্লা' শব্দটা এসেছে, তুরকি ( তুরস্কের ) ভাষায়, 'মল্লা' শব্দটি থেকে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন