বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

মোরগ-লড়াই


মোরগ-লড়াই



প্রতিদ্বন্দ্বী দুই মোরগের দুই পায়েই 'চাকু' ( ছুরি ) বাঁধা থাকে !
মোরগদুটিকে সামনা-সামনি এনে, তাদের,   'তাতিয়ে',   ছেড়ে দেওয়া হয় !
মোরগদুটির ছটফটানি থাকে !
একে অন্যের দিকে ধেয়ে যায় !
পায়ের চাকুগুলো আস্ফালন করে !
রক্তারক্তি হয় !
একটা  মোরগ দারুন ভাবে আহত হয় !
বা মরো মরো হয় !
তখন আর সেই মোরগটি লড়াই করতে পারে না !
হেরে যায় !
যে মোরগ হেরে যায়, তার মালিকও হেরে যায় !
জেতা-মালিক, আগের থেকে বাজির কথা থাকলে, বাজির টাকা পায় !
হারা মোরগটাও পায় !
একগাদা লোক জড়ো হয়ে মোরগের লড়াই দেখে !
মোরগ-লড়াই এখনও গ্রামীণ 'খেলা' !
তবে পশুক্লেশ (  এ ক্ষেত্রে পাখিক্লেশ ) নিবারণী মানুষজনের প্রচেষ্টায়, এই খেলা ক্রমশ বন্ধ হয়ে যাওয়ার মুখে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন