বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

শঙ্খ


শঙ্খ



শঙ্খ দমুদ্রজাত জীব।

শঙ্খের বাইরের শক্ত কোষাস্থিই শাঁখ। ভালো কথায়, ওটিকেও,  'শঙ্খ'  বলা হয় !

ব্রহ্মবৈবর্ত পুরাণ-এর, প্রকৃতিখণ্ডে,  ১৮তম অধ্যায়ে, বলা হয়েছে :
শঙ্খচূড় অসুরের অস্থি থেকে, শঙ্খের উৎপত্তি !

শঙ্খধ্বনি মঙ্গলকর। তবে শাঁখের মুখে, মুখ লাগিয়ে,  জোরে ফুঁ দিয়ে, শাঁখ বাজাতে হয় ! তাতে, ফুসফুসের পরিশ্রম ও ব্যায়াম হয় !

শঙ্খের আবার নামও থাকে !
যেমন, 'পাঞ্জজন্য'  'দেবদত্ত' প্রভৃতি !

আবার
এক শঙ্খ = লক্ষ কোটি !

শঙ্খের অস্থি দিয়ে রচিত, বিবাহিত মহিলাদের, দুই হাতের,  মাঙ্গলিক 'করাভরণ',  শাঁখা !

শঙ্খ, পুরাণ যুগের রণবাদ্য ! সেইজন্যে, শঙ্খের, তূর্যের মতন ব্যবহার !

তূর্য।
তুরী।
ভারতের প্রাচীন রণবাদ্যবিশেষ !
ওটিই রণশিঙ্গা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন