বুধবার, ১৯ জুলাই, ২০১৭

হিন্দু বামুনের ছেলে


হিন্দু বামুনের ছেলে



এক সময়ে  বাঙালি হিন্দুরা, মুরগির ডিম, মুরগির মাংস খেত না !

তখন ওদুটো জিনিস, তাঁদের হেঁসেলে ঢুকত না !

ওরা হাঁসের ডিম খেত ! হাঁসের মাংস খেত !

এখন তো প্রায় সব বাঙালি হিন্দুই,  মুরগির ডিম, মুরগির মাংস খায় !

এমন কি, বামুনের ছেলে, প্রকাশ্য রাজপথে, সকলকে দেখিয়ে দেখিয়ে, গোরুর মাংসও খায় !

মুসলমানদের সাথে, সাম্প্রদায়িক সম্প্রীতির যোগ দেখায় !

টিভির লোকেদের সামনে, নিজের আচরণ দেখায় !

পরে হয়তো,  বাড়িতে গিয়ে, মাল খায় !

তারপর নিশ্চিন্তে ঘুমোয় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন