শনি
শনি।
গ্রহবিশেষ।
সৌরি !
শনির হাতের পায়ের চারটে করে আঙ্গুল।
শনি কালো কাপড় পরেন। কখনো নীল।
শনির চার হাত।
শনি মাঝে মাঝে গাধার পিঠে চড়ে বসেন !
ভাগ্যি ভালো, খচ্চরের পিঠে চাপেন না !
অন্তরিক্ষে অবিশ্যি শনির বাহন শকুন !
যম শনির অধিদেবতা !
শনির জননী ছায়া !
পিতা সূর্য !
তবে পিতা শনিকে ভালোবাসেন না !
কোলে করেন না !
অনেক দূরেতে সরিয়ে রাখেন !
শনির অস্ত্র।
ভল্ল
বাণ
গদা।
শনি ধনুর্ধারী !
ভল্ল। বর্শাজাতীয় প্রাচীন অস্ত্র।
শনির মন্ত্র।
'ওঁ শং শনৈশ্চরায় নমঃ' !
শনিবার।
অনেকের হাফছুটি ! অনেকের ফুলছুটি !
শনিচক্র।
জ্যোতিষে শনিভোগ্য সাতাশ নক্ষত্রের নর-অাকারের চক্রবিশেষ !
শনিকে দান করতে হয় !
কালো তিলের চিহ্নযুক্ত কালো রঙের গাভি !
উৎকৃষ্ট লোহা !
উচ্চমানের
ভূমিকম্প নিরোধক
বাড়ি করার 'রড' দিলে আরো ভালো হয় !
বেদখলিকৃত সরকারি জমিতে
তাতে
ভালো ধরণের
শনি মন্দির তৈরি করা যায় !
শনির দৃষ্টি।
শনির কোপদৃষ্টি বা শুভদৃষ্টি
উভয়ই ক্ষতিকর !
শনির জন্যই
গণেশ ঠাকুরের হাতির মাথা !
শনি লাগলে
শনির দৃষ্টি লাগে !
শনি ত্যাগ করলে
শনির দৃষ্টি থেকে মুক্ত হওয়া যায় !
শনির দশা।
দুরবস্থা !
শনির দৃষ্টি।
অশুভ দৃষ্টি !
শনির প্রতিকার।
শনির কোপদৃষ্টির প্রতিবিধান !
বেগুন পোড়ার সাথে
মাছ পোড়া খাওয়া !
আর শনি ঠাকুরের মন্ত্র পড়া !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন