ফুটবল
ফুটবল।
মাঠে যৌথনৃত্য !
বল গোলাকার।
মাঠ চৌকোনা !...
ফুটবল পায়ের ভৃত্য !
তবে কখনো, বল মাথায়ও চড়ে !
মাঠের এদিক থেকে ওদিকে, তাড়নায়, ছোটাছুটি করে !
ফুটবল বিশ্বের জনপ্রিয় খেলা।
সাধারণের খেলা। সর্বসাধারণের খেলা !
মাঝে মাঝে রেফারির বাঁশি বাজে !
কখনও মূকবধিরদের অঙ্গভঙ্গির মতো রেফারি অঙ্গভঙ্গিও করে !
গোলরক্ষক, তার নির্দিষ্ট সীমানায়, হাত দিয়ে বল ধরে !
বিপক্ষের খেলোয়াড় বল জড়ায়, গোলের জালে !
ফুটবলে, দলবদ্ধভাবে, কর্ম সম্পাদন।
আবার স্বীয় কৃতিত্ব প্রদর্শন !
ফুটবলে, দলের খেলুড়ে/খেলুড়িদের মধ্যে, আন্তরিকতা, নিষ্ঠা, ও আস্থা ফুটে ওঠে !
খেলায় হেরে গেলে, দুঃখ পায়।
যারা জেতে, জিতলে তাদের আনন্দ হয় !
ড্র হলে উভয় দলই তেতে থাকে !
খেলা চলে নৈশালোকে কিংবা দিবালোকে।
কখনো দিবালোকে-নৈশালোকে !
দর্শক মাঠের চৌহদ্দির বাইরে বসে থাকে। খেলা দেখে !
খেলা দেখে মজা পেলে, আনন্দে চেঁচিয়ে ওঠে। হাততালি দেয় !
ফুটবল।
মাঠে যৌথনৃত্য !
বল গোলাকার।
মাঠ চৌকোনা !...
ফুটবল পায়ের ভৃত্য !
তবে কখনো, বল মাথায়ও চড়ে !
মাঠের এদিক থেকে ওদিকে, তাড়নায়, ছোটাছুটি করে !
ফুটবল বিশ্বের জনপ্রিয় খেলা।
সাধারণের খেলা। সর্বসাধারণের খেলা !
মাঝে মাঝে রেফারির বাঁশি বাজে !
কখনও মূকবধিরদের অঙ্গভঙ্গির মতো রেফারি অঙ্গভঙ্গিও করে !
গোলরক্ষক, তার নির্দিষ্ট সীমানায়, হাত দিয়ে বল ধরে !
বিপক্ষের খেলোয়াড় বল জড়ায়, গোলের জালে !
ফুটবলে, দলবদ্ধভাবে, কর্ম সম্পাদন।
আবার স্বীয় কৃতিত্ব প্রদর্শন !
ফুটবলে, দলের খেলুড়ে/খেলুড়িদের মধ্যে, আন্তরিকতা, নিষ্ঠা, ও আস্থা ফুটে ওঠে !
খেলায় হেরে গেলে, দুঃখ পায়।
যারা জেতে, জিতলে তাদের আনন্দ হয় !
ড্র হলে উভয় দলই তেতে থাকে !
খেলা চলে নৈশালোকে কিংবা দিবালোকে।
কখনো দিবালোকে-নৈশালোকে !
দর্শক মাঠের চৌহদ্দির বাইরে বসে থাকে। খেলা দেখে !
খেলা দেখে মজা পেলে, আনন্দে চেঁচিয়ে ওঠে। হাততালি দেয় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন