শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

উপনিষৎ


উপনিষৎ




উপনিষৎ বেদের শিরোভাগ !

চার বেদের সবশুদ্ধ ১১৮০ খানি উপনিষৎ !
ঋগ্বেদের ২১ খানই
যজুঃর্বেদের ১০৯ টি
সামবেদের ১০০০০ টি
অথর্ব বেদের ৫০ খানি !

অত নামীদামি বড় যে বেদ, 'ঋগ্বেদ', তার মাত্র ২১ খানি উপনিষৎ !

চার বেদের মধ্যে উপনিষদের সংখ্যা সবচেয়ে কম, ঋগ্বেদে !

উপনিষদের সংখ্যা সবচেয়ে বেশি, সামবেদে !


উপনিষৎ

ধর্মগ্রন্থ !
গুহ্যবিদ্যা।
ধর্ম।
যোগতত্ত্ব।
সাধারণ তত্ত্ব।
মন্ত্র।
বীজ।
জ্ঞানকাণ্ড।
ব্রহ্মবিদ্যা।
বিদ্যা।
ইত্যাদি ইত্যাদির,  'একক সম্ভার', বা,   কোথাও কোথাও,  'সমন্বয়'।

উপনিষদকে কোথাও বলা হয়,  'বেদান্ত' [ বেদের অন্ত বা  শেষভাগ ],  কোথাও বলা হয়, বেদের 'শিরোভাগ' !

একটা জোরালো মতবাদ,  উপনিষৎ,  "বেদান্ত শাস্ত্র" !

এটা বলা হয়,  যে,  উপনিষৎ দ্বারা,  'সংসারের আসক্তির বিনাশ ঘটে' !

*সূত্র : মহাভারত। বঙ্গবাসী। সংস্কৃত। শকাব্দ ১৮২১। ১,৬৪.১৯; ৩.৯৯.২৬; ২০৫.১
         শ্রীমদ্ভাগবত। বঙ্গবাসী। ১৩১৫। ১২.১৩.১
**  সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ',  পৃষ্ঠা  ৪২৫।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন