শ্রীশ্রীচণ্ডী বা দুর্গাসপ্তশতী
শ্রীশ্রীচণ্ডী বা দুর্গাসপ্তশতী হিন্দুদের মধ্যে শাক্তপ্রধানদের প্রধান ধর্মগ্রন্থ।
দুর্গাপূজা অনুষ্ঠানে চণ্ডীপাঠ একান্তভাবে অবশ্য কর্তব্য !
অন্যান্য সময়েও 'চণ্ডীপাঠ' করা যায়।
ওপরের ধর্মশাস্ত্রগ্রন্থটিতে সাধারণভাবে ৭০০ সংখ্যক শ্লোক ( মন্ত্রসংখ্যা ) রয়েছে !
মার্কেণ্ডেয় পুরাণের ৮১ নম্বর অধ্যায় থেকে ৯৩ সংখ্যক অধ্যায়ে, দেবীমাহাত্ম্যের বর্ণনা আছে।
ঐ ১৩টি অংশই "শ্রীশ্রীচণ্ডী" ।
ত্রয়োদশ অধ্যায়ে, "চণ্ডী" বা দেবীমহামায়ার মাহাত্ম্য বর্ণনা পাওয়া যায়।
দেবী মাহাত্ম্যের সেই মাহাত্ম্য কথার বর্ণনার কিছু পরিবর্তন/পরিবর্ধন করে, 'দেবীভাগবত', 'ব্রহ্মবৈবর্তপুরাণ', 'রামায়ণ', 'মহাভারত', 'রামপুরাণ', 'স্কন্দপুরাণ' প্রভৃতি শাস্ত্রে/মহাকাব্যে বর্ণিত আছে।
* সূত্র : আকাশতথ্য ( internet ).
'শ্রীশ্রীচণ্ডী', গীতা প্রেস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন