অভিযুক্তের বিচার
কোন অভিযুক্ত ব্যক্তি, দুর্গা প্রভৃতি উগ্রদেবতার পূজার তিন 'কোশ' জল পান করে, দুই বা তিন সপ্তাহের মধ্যে, রোগ ইত্যাদিতে যদি আক্রান্ত না হয়, তা হলে সে নির্দোষ এবং শাস্ত্র অনুসারে শুদ্ধ ! অন্যথায় নিশ্চিতভাবে দোষী !
সূত্র : 'বিষ্ণুসংহিতা' ১৪ । যাজ্ঞবল্ক্যসংহিতা ২.৯৭ ।
আমাদের শাস্ত্রের ব্যবস্থা তো অতি উত্তম !
তাহলে এতসব কোর্ট, কাছারি, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, সরকারি বিচার ব্যবস্থা, উকিল, মোক্তার, এডভোকেট, প্রচুর টাকার খরচাপাতি ইত্যাদির কি দরকার ? আর বছরের পর বছর ধরে বিচার চলা ?
সরকারকে অনুরোধ করব, "হিন্দু পার্সোনাল ল" নিয়ে আসুন !
তিন সপ্তাহ থেকে, এক মাসের মধ্যে, সব বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে !
ভারতের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, আবার জেগে উঠবে !
* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ' পৃষ্ঠা ৬৯০।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন