শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

শাস্ত্র কথা ( গদ্যরচনা ) [ এক ]



শাস্ত্র কথা  ( গদ্যরচনা )  [ এক ]


আগম ও নিগম, তন্ত্র ও বেদের উপাসনা পদ্ধতি।

কোথাও থাকে ভয়, কোথাও ভক্তি।

কোথাও অভয়, কোথাও বরাভয়।

কোথাও মাতৃদেবী কল্পনায় শক্তিপূজা।

কোথাও আধ্যাত্মিকতা।

কোথাও নির্বাণ।

কোথাও বা মুক্তি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন