শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

জানা না-জানা ( গদ্যরচনা )




জানা না-জানা  ( গদ্যরচনা )


সে জানেনা, এবং নিজেই জানেনা, যে সে জানেনা, সে মূর্খ !

যে নিজে জানেনা, অথচ একথা জানে, যে সে জানেনা, সে সরল সাদাসিধে !

যে জানে, এবং সে নিজে, সে ব্যাপারে জানেনা, সে তন্দ্রাচ্ছন্ন !

যে জানেনা, কিন্তু বড়াই করে, যে সে জানে, সে ধূর্ত !

যে জানে, যে সে জানে, সে-ই বিজ্ঞ !

তাঁকেই, অনুসরণ করো !



* একটি আরবিয় প্রবাদবাক্যসমষ্টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন