তত্ত্বপর্যালোচনা ( গদ্য )
সাংখ্যে, প্রকৃতি মহৎ অহঙ্কার ইত্যাদি চব্বিশ তত্ত্ব ও আলাদাভাবে পুরুষ।
সাকুল্যে পঁচিশ তত্ত্ব।
পাতঞ্জলে, সাংখ্যের পঁচিশ তত্ত্ব, ও ঈশ্বর এই ছাব্বিশ তত্ত্ব।
পাতঞ্জলে, পুরুষও আছেন, ঈশ্বরও আছেন।
কাজেই, পাতঞ্জলে, পুরুষের ও ঈশ্বরের যুগ্ম অভিমানও থাকবে !
তত্ত্বের সংখ্যায়, পাতঞ্জল সাংখ্যের সাংখ্যতত্ত্বকে ছাড়িয়ে গেছেন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন