ঋগ্বেদের অন্তিম মন্ত্র ২
ঋগ্বেদের অন্তিম মন্ত্র !
( ঋগ্বেদ ১০। ১৯১। ২-৪ )।
আজকের হিন্দুদের প্রথম মন্ত্র !
বন্ধুগণ !
একই পথে চলো !
একই স্বরে স্তোস্ত্র উচ্চারণ করো !
একই সূত্রে মন প্রথিত করো !
আমাদের মন্ত্রোচ্চারণ
আর
আমাদের মন
এক হোক !
আমাদের সকলের
চিত্ত
অভিন্ন হোক !
আমরা সকলে
যেন
একত্বের মন্ত্রে
দীক্ষিত হই !
আমাদের
আশা-আকাঙক্ষা
ও
আমাদের হৃদয়
অভিন্ন হোক !
আমাদের চিন্তা
অভিন্ন হোক !
আমরা যেন
পূর্ণভাবে
পরস্পরের পার্থক্য
পরস্পরের বিভেদ
ভুলে
একই পথে
একইসাথে
চলতে পারি !
প্রণব কুমার কুণ্ডু
কবি ও সাহিত্যিক !
জয় হিন্দ !
জয় ভারত !
বন্দে মাতরম !
জয় হিন্দুত্ব !
জয় ভারতের সনাতন ধর্ম !
* সূত্র ও সংযোজনা : 'স্তোস্ত্র', সোমনাথ মুখার্জী, গীতা প্রেস, গোরক্ষপুর, ভারত, পিন ২৭৩০০৫, পৃষ্ঠা ৩৬-৩৭।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন