বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

সঙ্গীতের রাগ-রাগিনী


সঙ্গীতের রাগ-রাগিনী



সঙ্গীতের বৈদিক আর লৌকিক দুটো ভাগ আছে।

বৈদিক সঙ্গীতের,  অর্থাৎ, 'সাম'-সঙ্গীতের,  মূল ভাবটা হচ্ছে, পৌরুষের ; সেটা  'রাগ'-এর ব্যঞ্জনা।

মেয়েরা গাইলে, তা ঠিক ঠিক সামগান নয়।
তাতে  'রাগ'-এর নয়, রাগিনীর উত্থান।

রাগিনীর উত্থান।
রাগিনীর বিকাশ।
রাগিনীর জয়গান।

এই রাগ-রাগিনী মিলেই, দেশীয় সঙ্গীত।

সঙ্গীতে পুরুষ-প্রকৃতির,  সংমিশ্রণ ঘটেছে।

অনেক সময় প্রকৃতি পুরুষকে ছাপিয়ে গিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন