রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

সমর্পণ করা ( গদ্য )


সমর্পণ করা ( গদ্য )

Pranab Kumar Kundu

সমর্পণ করা



সমর্পণ করো। তবে শক্তিহীন হয়ে নয়। চাপে পড়ে নয়। অসহায় অবস্থায় নয়।
প্রাণের স্ফূতিতে,  অফুরন্তভাবে,  নিজেকে সমর্পন করতে শেখো।
নিজেকে শ্রদ্ধা করতে শেখো !
নিজেকে ভালবাসতে শেখো।
অলকানন্দার মতো, ভালোবাসাকে প্রবহিত করে, ভাগীরথিতে নিজেকে হারিয়ে ফেলে, নিজেকে অস্তিত্বহীন করে, নিজেও মা গঙ্গা হয়ে যাও !
নিজেকে সমর্পণ কর।
মনে বল সঞ্চারিত কর।
শরীর-মন অনুপ্রাণিত করে, নিজেকে উদ্বুদ্ধ করো।
নিজেকে উজ্জীবিত করো।
প্রণিধান করো।
ঈশ্বরের কৃপাভিক্ষায়, ঈশ্বরের ইচ্ছায়, সময়ের সাথে সাথে, ধীরে ধীরে, মনের কালিমা মুক্ত হয়ে, গোলাপের কুঁড়ির মত
সুঘ্রাণ সহ, বিকশিত হয়ে, তুমি প্রস্ফুটিত হবে।
তুমি সমর্পিত হবে।
তুমি সমর্পিত হয়ে, সমর্পিতাই থাকবে !





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন