সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

সহস্রার


সহস্রার


সহস্রার !
শিরোমধ্যস্থ সুষুম্না নাড়িতে অবস্থিত !

তান্ত্রিক মতে কল্পনা করা হয়, সহস্রার মধ্যে, সুষুম্না নাড়িতে, অধোমুখ সহস্রদল পদ্ম রয়েছে !

এটাও ধরে নেওয়া হয়, সহস্রার অন্দরে, সুষুম্না নাড়িতে,  পরম শিবের অধিষ্ঠান !

সুষুম্না নাড়িতে, বিশেষত কুণ্ডলিনীতে, কুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে ও ষটচক্রভেদ করে,  যোগী,   সহস্রারস্থ শিবের সঙ্গে মিলিত হন,  ও, সহস্রারক্ষরিত অমৃতধারা, পান করেন, এবং অনির্বচনীয় পরমানন্দ লাভ করেন !

এখন আমাদের যেমন চাচক্র, তন্ত্রে সেই রকম, ভৈরবচক্র, ভৈরবীচক্র !

ভৈরবীচক্র।
যে চক্রের মধ্যে, অর্থাৎ, তান্ত্রিক সাধকমণ্ডলীর মধ্যে বসে, অংশগ্রহণ করে,  পঞ্চ ম-কার সাধন করা হয় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন