সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

মানুষের মূল বৃত্তি






মানুষের মূল বৃত্তি



মানুষের মূল বৃত্তি  পঞ্চাশটি !

এগুলো অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে,  দশদিকে, কুড়িটি গতিধারায় প্রবাহিত !

সেই হিসাবে, আসলে, বৃত্তি এক হাজারটি !

মানুষের শরীরের মস্তকের সহস্রার-চক্র দ্বারা, এই একহাজারটি বৃত্তি, সুনিয়ন্ত্রিত ভাবে, নিয়ন্ত্রিত হয় !

নিয়ন্ত্রণ কেন্দ্র, মানব মনের অচেতন স্তরে অবস্থিত !

এই এক সহস্র বৃত্তিমূলক অভিব্যক্তি, স্নায়বিক এবং অতিস্নায়বিক স্তরের স্মৃতির এবং অনুভূতির সঙ্গে, অঙ্গাঙ্গিভাবে সম্বন্ধিত !



* সূত্র : 'শ্রীশ্রীআনন্দমূর্ত্তির, "আনন্দরচনামৃত"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন