জিওল মাছ
জিওল মাছ।
মাগুর শিঙি কৈ শোল শাল চ্যাঙ ল্যাঠা প্রভৃতি জিওল মাছ।
জিওল মাছ খেতে ভালো। সুস্বাদু। দামও বেশি। পুষ্টিকর। উপাদেয়। সুখাদ্য।
খাদ্য হিসাবে, জিওল মাছের, গ্রহণযোগ্যতাও ভালো।
জিওল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে।
তার জন্য, বাতাস থেকেও শ্বাস নিতে পারে।
জলে কম অক্সিজেনের পরিমাণেও বাঁচতে পারে।
বা জলে বেশি কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণেও, বাঁচতে পারে !
জিওল মাছ, জল থেকে তুলে বাড়িতে রাখলেও, কয়েক দিন বেঁচে থাকে !
জলে জিইয়েও, অনেক দিন রাখা যায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন