সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭

নরক অসুর


নরক অসুর



নরক অসুর।
পৃথিবীর গর্ভজাত, বরাহরূপী,  বিষ্ণুভগবানের পুত্র।

সেই পুত্রের আন্য নাম, 'ভৌম'।
লোক মুখে,  'ভৌমাসুর' !

ভৌমাসুর-এর রাজধানী ছিল, প্রাগ্‌জ্যোতিষপুর !

এই নরক অসুর,  'ব্রহ্মা'র  'বর' পেয়েছিলেন !
বর পেয়ে সুখেই ছিলেন !

কিন্তু, নরকাসুর, অদিতি'র কুণ্ডল, বরুণ-এর ছত্র, এবং দেবরাজ ইন্দ্রের, ইন্দ্রপুরী, অধিকার করে নিয়েছিলেন !

অদিতি।
দক্ষকন্যা।
কশ্যপপত্নী।
আদিত্যগণের জননী।

আদিত্য।
অদিতির পুত্র।
বিবস্বান
অর্যমা
পূষা
ত্বষ্টা
সবিতা
ভগ
ধাতা
বিধাতা
বরুণ
মিত্র
শত্রু
উপক্রম।
এই বারোজন পুত্র !


বরুণ।
সমুদ্র জল বৃষ্টি ও পশ্চিম দিকের অধিদেবতা !

নরক অসুর, এমন কি, ইন্দ্রের কাছ থেকে, ইন্দ্রের 'ইন্দ্রপদ'ও,  কেড়ে নিয়েছিলেন !

তখন উপায়ান্তর না দেখে, ইন্দ্র, ভগবান বিষ্ণুর, শরণাপন্ন হয়েছিলেন !

বিষ্ণু, চপেটাঘাতে,  চপেটিকা আঘাতে , চপেট আঘাতে,  চপেটা আঘাতে, আঘাতে আঘাতে, নরক অসুরকে, নিহত করেছিলেন !

ভগবান বিষ্ণুর হাতে নিহত হওয়ার দরুণ, নরক অসুরের, স্বর্গপ্রাপ্তি ঘটেছিল !

নরক অসুর !
পৃথিবীর গর্ভজাত, বরাহরূপী, বিষ্ণুভগবানের পুত্র !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন