সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

কৃষ্ণ


কৃষ্ণ



ছোটবেলায় শ্রীকৃষ্ণ গরু চরাতেন !
গোবর সংগ্রহ করে, তা ঘেঁটে, ঘুঁটে দিতেন !
গোচোনা খেতেন !
তাতে নাকি, শ্রীকৃষ্ণের, শরীর-স্বাস্থ্য ভালো থাকত !
অনেক ধরণের অসুখ-বিসুখ করত না !

ছোটবেলা থেকেই, শ্রীকৃষ্ণের শারিরীক শক্তি, দুষ্টুবুদ্ধি, ও সৌন্দর্ষ ছিল অসামান্য !
তাই ছোট হলেও, সবাই কৃষ্ণকে  করতেন মান্য !
তবে শ্রীকৃষ্ণের গায়ের রঙ ছিল, কালো !
ঐ কালো রঙই শ্রীরাধিকার আর গোপিণীদের মন-পছন্দ ছিল !
কৃষ্ণের সাথে, কালো তমাল বা তমালক গাছের,  ভালো,  যোগসূত্র ছিল !
তখন  'তমাল প্রচুর দেশ',  আমাদের এদিককার, পূর্ব মেদিনীপুর জেলার,  'তমলুক'-এর, খুব নামডাক ছিল !

কৃষ্ণের সাথে গোপিনীরা, উন্মুক্ত বনাঞ্চলেই থাকতেন !
তাদের ঘরের বা মনের দরজায়, খিল দেবার কোন ব্যবস্থা, বা, ব্যবস্থাপক ছিল না !
দুগ্ধবতী গাভিদের দুধ, তাঁরা, সবাই মিলে, হৈ-চৈ করে,  দোহাতেন !
তারপর গরম গরম টাটকা,  সেই দুধ,  তাঁরা, একসঙ্গেই বসে বসে খেতেন !
আর খুব মজা করতেন ! মজা লুটতেন !                  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন