সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

মারকুটে মারদাঙ্গা-বাজ কৃষ্ণ


মারকুটে মারদাঙ্গা-বাজ কৃষ্ণ



ছোটবেলাতেই কৃষ্ণ
পুতনা
তৃণবর্ত
অঘ
অরিষ্ট
প্রভৃতি অসুর এবং অসুরীদের বধ করেছিলেন !

কালিন্দী নদীর ( যমুনা নদীর পৌরাণিক নাম ),  জলে বাসকারী,  কালীয় নাগকে ( ভাগবতে বর্ণিত যমুনা নদীর জলে বসবাসকারী, পৌরাণিক  'নাগ'-বিশেষ ), দমন করেছিলেন !

কৃষ্ণের পরামর্শে, গোপিনীসহ গোপেরা, ব্রজধাম ছেড়ে, অপেক্ষাকৃত ভালো জায়গায়, বৃন্দাবন-এ গিয়ে বসবাস শুরু করেন !

কৃষ্ণ, পরবর্ততিতে, কংসের ধনুর্যজ্ঞে গিয়ে, বিরাট বলশালী পাগলা হাতি, মল্লদের ( কুস্তিগির, পালোয়ান ), প্রাণবধ
করেন !

সেই সময়ে, মামা,  'কংস'-কেও, হত্যা করেন !

কৃষ্ণ ছিলেন, মারকুটে, মহা মারদাঙ্গা-বাজ !

তবে কৃষ্ণের কোন বরফাট্টাই ছিল না !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন