শনিবার, ১ জুলাই, ২০১৭

পৌরাণিক গল্প বুধ গ্রহের জন্ম !


পৌরাণিক গল্প  বুধ গ্রহের জন্ম !







বুধ !
দেবগুরু বৃহস্পতির ভার্যা,  তারার গর্ভজাত চন্দ্রপুত্র !

চন্দ্র তারাকে হরণ করেছিলেন !

গুরুদেবের পত্নীকে চন্দ্র হরণ করেছে,  এই অন্যায় কারণে, সকল দেবতারা, চন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে,  বৃহস্পতির সাথে একত্রিত হলেন !

তখন চন্দ্র,  অসুর গুরু শুক্রাচার্যের এবং অন্যান্য অসুরদের শরণাপন্ন হলেন !

শুক্রাচার্য এবং অসুররা দাঁড়ালো,  ব্যভিচারী,  নীতিহীন চন্দ্রের পিছনে !

দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধের উপক্রম হল !

তখন ব্রহ্মা এগিয়ে এলেন !

ব্রহ্মার মধ্যস্থতায়, অবশেষে, চন্দ্র,তারাকে মুক্ত করলেন !

বৃহস্পতি তারাকে গ্রহণ করলেন !

সে যাত্রায় দেবতা-অসুরদের যুদ্ধ বন্ধ হল !

সূর্য কিন্তু, বুধকে, ভালোবেসে, তাঁর নিজের সব থেকে কাছের কক্ষপথে রাখলেন !

বুধ, চন্দ্রবংশের প্রথম সন্তান !

চন্দ্রবংশ ! চন্দ্র হতে জাত পুরুষ পরম্পরা !

জনক, কুরু, যদু প্রভৃতির বংশ !



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন