শনিবার, ১ জুলাই, ২০১৭

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়


শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়



১৯৪৭ সালের ২০শে জুন,  ভারতবর্ষ,  ইংরেজদের হাত থেকে,  স্বাধীন হবার প্রায় দুমাস আগে,  সেই সময়ের বঙ্গীয় বিধান সভায়,  ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সুযোগ্য এবং সুদূরপ্রসারী প্রচেষ্টায় এবং আন্তরিকতায়,  ৫৮-২১ ভোটে.  পাকিস্তানের হাত ফস্কে, মুক্ত এবং বিমুক্ত হয়ে,  বর্তমানের পশ্চিমবঙ্গ রাজ্যের,  জন্মসূচনা হয়েছিল !

পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম না হলে, হয়তো, এখানকার অধিকাংশ হিন্দু অধিবাসীদের,  ছুন্নত করে, ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে হত !
নয়তো কোতল হতে হত !

তাহলে, আজকের মুখ্যমন্ত্রী শুধু হিজাব নয়, সম্ভবত, বোরখাও পরতেন !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন