মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭

ঋষিশ্রাদ্ধ


ঋষিশ্রাদ্ধ

( রম্যরচনা )

ঋষিশ্রাদ্ধ। মৃত ঋষির শ্রাদ্ধ কাজ।

ঋষিশ্রাদ্ধে কেবল কলাপাতা কাটা হয়, কাউকে খাওয়ানো হয় না !

হাতের 'দা'-এর কোপটা কলা গাছের কলা পাতার ওপরেই পড়ে !

উপস্থিত সবাই উপোসে মরে !

শেষে সেই কলাপাতাই টানাটানি করে !

দাঁতমুখ দিয়ে সেই কলাপাতাই কামড়াকামড়ি করে খায় !

মৃত ঋষির কমণ্ডলুটা, তবলার  মতো, চাঁটিয়ে বাজায় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন