মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭

খণ্ড রামায়ণের বিখণ্ড গল্প


খণ্ড রামায়ণের বিখণ্ড গল্প


ঋষ্যমূক পর্বত।

ঋষ্যমূক !

যেখানকার 'ঋষ্য' মূক, অর্থাৎ মৃগরা শান্ত !
গোঁতায় না !
ঢোঁড়ায় না !
তবে লাফালাফি দাপাদাপি করে !

ঋষ্যমূক পর্বত।
পম্পা সরোবরের নিকটবর্তী পর্বত।

বালী, মতঙ্গ মুনির শাপে 'ঋষ্যমূক' পর্বতে আসতে পারত না !

বালীর ভয়ে,   তাই, বালীর ভাই সুগ্রীব, ঐ ঋষ্যমূক পর্বতে আশ্রয় গ্রহণ করেছিল !

ঘটনাচক্রে, ঋষ্যমূখ পর্বতে রামের সঙ্গে সুগ্রীবের দেখা হয় ! পারস্পরিক বন্ধুত্ব হয় !
মধ্যস্থতা করে হনুমান !

এরপরে বালীবধ !
শ্রীরাম, কমজোরি সুগ্রীবকে, বালির সাথে লড়িয়ে দিয়ে, আড়াল থেকে অন্যায়ভাবে বালীকে বধ করে !

বালী।
এর রাজধানী ছিল কিষ্কিন্ধ্যা।
রমণীবিশেষের 'বালে' ( চুলে ) পতিত ইন্দ্রের বীর্য থেকে বালীর জন্ম ! সেই জন্য নাম, 'বাল' থেকে বালী !
বালী মহাবীর ছিল !

রামায়ণের গল্প এগিয়ে চলে !

রামায়ণ।
বাল্মীকি-রচিত শ্রীরামচন্দ্রের জীবনবৃতান্তমূলক সংস্কৃত মহাকাব্য !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন