মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

শাস্ত্রের দৃষ্টিতে 'দ্রষ্টা'


শাস্ত্রের দৃষ্টিতে 'দ্রষ্টা'



সর্বপ্রথম দ্রষ্টা হল আমাদের দৃশ্যইন্দ্রিয়ের চোখদুটি।

দৃশ্য প্রকৃতির রূপ।

পরের দ্রষ্টা হল মন।

মনের দ্বারা অনেক কিছু দেখতে বুঝতে পারা যায় !

মন ইন্দ্রিয়গুলির সঠিক অনুধাবন ও বিশ্লেষণ করতে পারে !

ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় অনুভূতির গ্রাহক।

আবার বুদ্ধির সক্রিয় সহযোগে মনেরও অনেককিছু অবলোকিত হয় !

কাজেই বুদ্ধিও দ্রষ্টা হয়ে যায়।

বুদ্ধীন্দ্রিয় যথার্থই সর্বাত্মক জ্ঞানেন্দ্রিয়,  চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক,  ও মনের সম্যক সমাহার !

বুদ্ধির বুদ্ধিসাধক ক্রিয়াকলাপ,  মনের অন্তর্নিহিত মর্মস্পর্শী মর্মকথা,  স্বয়ং  'নিজে' অনুভব করতে পারে !

সেক্ষেত্রে 'স্বয়ং'ও 'দ্রষ্টা' হয়ে যায় !





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন