বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

হাতি এবং হাতির বাচ্চা




হাতি এবং  হাতির বাচ্চা


হাতিরা খুব বলশালী। খুব বুদ্ধিমান। নিজেদের সন্তানদের হাতিরা আগলে রাখে।

হাতিরা মানুষ নয়, তাই তাদের অসুস্থ বাচ্চাদের, কোলে কাঁকালে করে, বয়ে নিয়ে যেতে পারে না !

কিন্তু অসুস্থ বাচ্চাদের তারা শুঁড়ে করে তুলে, পিঠে বসিয়ে, কিংবা পিঠের ওপর শুইয়ে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় না কেন ?

অসুস্থ, চলতে ফিরতে হাঁটতে পারে না, এমন বাচ্চাদের, হাতিরা, বনের মধ্যে একা-একাকী ফেলে রেখে, হাতির দল চলে যায় !

সেই বাচ্চারা, বনের বাঘ-সিংহের, হায়নাদের, খাবারে পরিণত হয় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন