বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

ভগবান শ্রীকৃষ্ণের সংসার

 ভগবান শ্রীকৃষ্ণের সংসার




ভগবান শ্রীকৃষ্ণের ১৬১০৮ জন রানি। ষোলো হাজার একশো আট জন। তাঁদের মধ্যে, আট জন পাট রানি বা মহিষী। বাকি ১৬১০০ জন সাধারণ রানি।

প্রত্যেক রানির ১১টি করে সন্তান।

প্রত্যেক রানির ১০টি করে পুত্র সন্তান।

প্রত্যেক রানির মাত্র একতি করে কন্যা সন্তান।

শ্রীকৃষ্ণের পুত্র সংখ্যা = ১৬১০৮ x ১০ =১৬১০৮০। এক লক্ষ একষট্টি হাজার আশি জন !

শ্রীকৃষ্ণের কন্যা সংখ্যা = ১৬১০৮ x ১ = ১৬১০৮। ষোলো হাজার একশো আট জন।

শ্রীকৃষ্ণের পুত্র সংখ্যার এবং কন্যা সংখ্যার সমষ্টি = ১৬১০৮০ + ১৬১০৮ = ১৭৭১৮৮। এক লক্ষ সাতাত্তর হাজার অষ্টআশি ।

শ্রীকৃষ্ণের পুত্র-কন্যার সংখ্যা এবং রানিদের সংখ্যার সমচ্টি = ১৭৭১৮৮ + ১৬১০৮ = ১৯৩২৯৬। এক লক্ষ তিরানব্বই হাজার দুশো  ছিয়ানব্বই।

শ্রীকৃষ্ণকে ধরে, শ্রীকৃষ্ণের নিজের পরিবারের জন সংখ্যা = ১৯৩২৯৬ + ১ =১৯৩২৯৭। এক লক্ষ তিরানব্বই হাজার দুশো সাতানব্বই।

এই হিসাবের মধ্যে শ্রীকৃষ্ণের প্রেমিকা শ্রীরাধিকাকে ধরা হয় নি ! কেননা শ্রীকৃষ্ণের সাথে শ্রীরাধিকার কখনও বিয়েই
হয় নি !

বৃন্দাবনের গোপীনীদেরও ধরা হয় নি ! যদিও শ্রীকৃষ্ণের কাছে গো্পীনীরা ছিলেন, গোপীনীবল্লভ ! গোপীজনবল্লভ  !

শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর বেঁচেছিলেন !

ঐ সময়ের মধ্যে, শ্রীকৃষ্ণের পুত্রবধূরা, জামাইরা, নাতি-নাতনিরা,  সম্মিলিতভাবে মিলিয়ে, শ্রীকৃষ্ণের সঙ্গে সংশ্লিষ্ট, শ্রীকৃষ্ণের পারিবারিক জনসংখ্যাটা,  বা, , শ্রীকৃষ্ণের সঙ্গে সংশ্লিষ্ট, বর্ধিত পারিবারিক জনসংখ্যাটা, নিশ্চয়, কয়েকগুণ বেড়ে গিয়েছিল !

শ্রীকৃষ্ণ, একশো পঁচিশ বছর বেঁচে ছিলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন