রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

ব্রাহ্মবিবাহ, হিন্দু ধর্ম মতে

ব্রাহ্মবিবাহ, হিন্দু ধর্ম মতে


বস্ত্র অলঙ্কার ইত্যাদি বর ও কন্যাকে দিয়ে, বিদ্যান বিচক্ষণ রোজগারে বরের হাতে, পূজা সহকারে,  যথাবিধি' কন্যা সম্প্রদান ! এটি, হিন্দু মতে 'ব্রাহ্মবিবাহ' !
এই বিবাহ, মূলত, ধর্মীয় অনুষ্ঠান !
ধর্মীয় অনুষ্ঠান, পাত্রের ! ধর্মীয় অনুষ্ঠান পাত্রীর ! ধর্মীয় অনুষ্ঠান, কন্যা সম্প্রদান কর্তার ! যেহেতু,ধর্মীয় অনুষ্ঠান, আনুষ্ঠানিক ভাবে, পুরুত থাকা অত্যাবশ্যক !
হিন্দুদের 'ব্রাহ্মবিবাহ', সাধারণত অস্থায়ী মণ্ডপে, বা স্থায়ী বিবাহ-বাড়িতে, অস্থায়ী ব্যবস্থায়, সংঘটিত হয় ! যে অস্থায়ী ব্যবস্থাকে,  'ছাঁতনাতলা' বলে ! ওটা বিবাহের 'ছায়ামণ্ডপ' !
ওখানে সংস্কৃতে  বিবাহমন্ত্র, পূজার মন্ত্র উচ্চারিত হয় !
ওখানে, 'সংস্কৃত' বেদমন্ত্রও উচ্চারিত হয় !
এই বিবাহে, পাত্র-পাত্রীকে, কিছুটা অন্তত,শাস্ত্রজ্ঞানসম্পন্ন হতে হয় ! কিছুটা সংস্কৃত জানলে ভালো !
ব্রাহ্মবিবাহে, পণ দিয়ে কন্যার বিবাহ !
ব্রাহ্মবিবাহে, বরকে আহ্বান করতে হয় !
অনেকে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে, সেই গাড়ি, লোকসমেত পাঠিয়ে. বরকে নিয়ে আসে ! 
এটা হিন্দু বিবাহ !
ওটা পুরাণের যুগেও, সনাতন ধর্মের অঙ্গ হিসাবে, প্রচলন ছিল !
এখনও প্রচলন আছে !
তবে বর পক্ষের, পণের দাবী মানা হয় না !
কন্যা পক্ষ, স্বেচ্ছায়, যা দেবে, তাই নিয়ে, সন্টুষ্ট থাকতে হয় !
এখন ধর্মীয় বিবাহের অতিরিক্ত, আইন মাফিক, পাত্র-পাত্রীর বিবাহ রেজিসট্রেশন করা হয় !
ব্রাহ্মবিবাহে, মেয়েলি অআচার-আনুষ্ঠান থাকে !
আমন্ত্রিতরা, সবাই মিলে আনন্দে মাতে !
ভূড়ি-ভোজের ব্যবস্থা রাখা হয় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন