সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

কালী উপাসনা / স্বামী বিবেকানন্দের চিঠিতে

স্বামী বিবেকানন্দের চিঠিতে 'কালী উপাসনা'।  কালী উপাসনা-র তথ্যটি পেয়েছি, মিস মেরি হেলকে লেখা স্বামিজির একটি চিঠিতে। চিঠিটি বিবেকানন্দ লিখেছিলেন  ১৭ই জুন, ১৯০০ সালে। আমেরিকার লস এঞ্জেলেস্ থেকে। তখন লস এঞ্জেলেসে স্বামিজির ঠিকানা ছিল, 1921 W 21 Street. 

 বিবেকানন্দের 'কালী উপাসনা' সম্বন্ধে বিবেকানন্দের সেই চিঠিটির অংশবিশেষ আমি উদ্ধৃতি আকারে তুলে দিচ্ছি ! দেখুন, 'কালী উপাসনা' সম্বন্ধে, তিনি কি লিখেছিলেন !

" কালী উপাসনা ধর্মের কোন অপরিহার্য সোপান নয়। "
" ধর্মের যাবতীয় তত্ত্বই উপনিষদ থেকে পাওয়া যায়। "
" কালী-উপাসনা আমার বিশেষ খেয়াল; .. ."
" আমাকে এর প্রচার করতে তুমি কোনদিন শোননি,.. ."
" বা ভারতেও তা প্রচার করেছি বলে পড়োনি। "
" সকল মানবের পক্ষে যা কল্যাণকর, আমি তাই প্রচার করি। "
" যদি কোন অদ্ভুত প্রণালী থাকে, যা শুধু আমার পক্ষেই খাটে, তা আমি গোপন রেখে দিই এবং সেখানেই তার ইতি। "
" কালী-উপাসনা কি বস্তু, সে তোমার কাছে কোনমতেই ব্যাখ্যা ক'রব না, কারণ কখনও কারও কাছে তা করিনি। "

" ...  কালী-উপাসনা আমাকে আমার   'ঐহিক কাজে' সাহায্য করে। "


দেখুন, " কালী উপাসনা ধর্মের কোন অপরিহার্য সোপান নয়। "
" কালী উপাসনা ধর্মের কোন অপরিহার্য সোপান নয়। "
" কালী উপাসনা ধর্মের কোন অপরিহার্য সোপান নয়। "

" কালী-উপাসনা আমার বিশেষ খেয়াল, ... "
" কালী-উপাসনা আমার বিশেষ খেয়াল, ... "
" কালী-উপাসনা আমার বিশেষ খেয়াল, ... "

"... কালী-উপাসনা আমাকে আমার 'ঐহিক কাজে' সাহায্য করে। "
"... কালী উপাসনা আমাকে আমার 'ঐহিক কাজে' সাহায্য করে। "
"... কালী উপাসনা আমাকে আমার 'ঐহিক কাজে' সাহায্য করে। " 

চিঠিটিতে  ঐহিক কাজের কথার উল্লেখ আছে। কিন্তু পারত্রিক কাজের কথার কোন উল্লেখ নেই !


* তথ্যসূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', উদ্বোধন, পৃষ্ঠা ১৪৩-১৪৪।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন