বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

যুধিষ্ঠির

 

যুধিষ্ঠির



ইন্দ্র

অশ্বিনীকুমারদ্বয়

মরুদ্‌গণ

এবং অন্যান্য দেবতা

ও দেবর্ষিগণ

যুধিষ্ঠিরের সঙ্গে সমবেত হয়ে

যুধিষ্ঠিরকে দিব্যরথে আরোপিত করে

সকলে মিলে দিব্যরথসমুদয়ে সমারূঢ় হয়ে

দেবলোকের উদ্দেশ্যে গমন করেছিলেন।

তখন যুধিষ্ঠির সেই দিব্য রথে বসে স্বীয় তেজোদ্বারা নভোমণ্ডল পরিব্যাপ্ত করেছিলেন।

যুধিষ্ঠিরের পূর্বে অপর কোন ব্যক্তি সশরীরে স্বর্গারোহণ করতে সমর্থ হন নাই।

যুধিষ্ঠির স্বীয় কর্মফলেই স্বর্গে গিয়েছিলেন।

অপর কেহই যুধিষ্ঠিরের তুল্য সিদ্ধিলাভেও সমর্থ হন নাই।



* সূত্র : কালীপ্রসন্ন সিংহ কর্তৃক অনুবাদিত,  মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত, মহাভারত, পৃষ্ঠা ৫৩২।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন