ভদ্র মহিলা জওহরলাল নেহরুর স্ত্রী কমলা নেহেরু।,টিবি রোগে আক্রান্ত হবার কারণে উত্তরখন্ড আলমোড়ার পাহাড়ি এলাকার হাসপাতালে ছেড়ে এসেছিলেন। টিবি হবার পর ও কমলা নেহেরু 10 বছর বেঁচে ছিলেন কিন্তু জওহরলাল বিদেশ ভ্রমণ করলেও এক দিনের জন্যও স্ত্রী কে দেখতে যান নি!!নেতাজী সুভাষচন্দ্র বসু জানার পর কমলা নেহেরুকে দেখতে যান এবং উন্নত মানের চিকিৎসার জন্য সেই সময় 70 হাজার টাকা জোগাড় করে ভালো হাসপাতালে ভর্তি করান ।কিন্তু কমলা নেহেরু মনের দিক থেকে ভেঙে পরেছিলেন। কমলা নেহেরুর মৃত্যুর 10দিন আগে নেতাজী জওহরলাল কে খবর দিয়েছিলেন তবুও তিনি যাননি, অবশেষে মৃত্যু হলেও তার শেষকৃত্য সম্পূর্ণ করার জন্যও যান নি, অবশেষে নেতাজী সুভাষ চন্দ্র বসু কমলা নেহেরুর অন্তিম কাজ শেষ করেছিলেন।।
ইতিহাস এর পাতা থেকে আজ এগুলো উধাও হয়ে গেছে।
তথ্যসূত্র -M O MATHAI এর লেখা, নেহেরুর কীর্তি
1Pranab Kumar Kundu
1টি কমেন্ট
2 বার শেয়ার করা হয়েছে
লাইক করুন
কমেন্ট করুন
শেয়ার করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন