তাজা মাছ চিনবেন কি করে ?
শেয়ার করেছেন : প্রণব কুমার কুণ্ডূ
তাজা মাছ চিনবেন কি করে ?
মাছের ত্বক হবে উজ্জ্বল এবং চোখ হবে পরিষ্কার। মাছটি হাতে নিলে যদি দেখেন এর লেজ ঝুলে পড়েছে তাহলে বুঝে নেবেন মাছটি টাটকা নয়। তাজা মাছের পাখনাগুলো খুব শক্ত থাকে এবং ফুলকা থাকে টকটকে লাল রংয়ের। যদি জিওল মাছ কেনেন তাহলে আগে এর পাত্রের পানি দেখুন। যদি পরিষ্কার হয় তবেই কিনুন। আর উপরের মাছ না নিয়ে পাত্রের তলায় যে মাছ রয়েছে সেগুলো বেছে নিন।
* সূত্র : TAG BANGLA, Facebook.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন