মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

ব্রিটিশ ভারতীয় ফৌজের ইতিহাস

ব্রিটিশ ভারতীয় ফৌজের ইতিহাস 

31 
তথ্যসূত্র : ভারতীয় ফৌজের ইতিহাস --- সুবোধ ঘোষ। বিশ্বকোষ পরিষদ, কলকাতা।

ব্রিটিশ ভারতীয় ফৌজের শুরু হয় ইস্ট ইণ্ডিয়া কোম্পানির যুগে। ইংরাজরা কুঠি পাহারা দেবার জন্য দেশীয় দারোয়ান নিযুক্ত করে। কোম্পানির সামরিক উদ্যোগ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই দেশীয় বাহিনী বৃদ্ধি পেতে থাকে। ক্রমে বাংলা, বোম্বে ও মাদরাজ প্রেসিডেন্সীতে তিনটি স্বতন্ত্রভাবে গঠিত ও পরিচালিত সেনাবাহিনী তৈরী হয়।

প্রথমদিকে কোম্পানি ফৌজের শ্বেতাঙ্গ ফৌজও খুব সুগঠিত ছিল না। কোম্পানির ইংরাজ সৈনিক স্বদেশ থেকে আমদানী করা হতোই, তা ছাড়া পলাতক শ্বেতাঙ্গ নাবিক, ছত্রভঙ্গ বা ভেঙে দেওয়া ফরাসী বাহিনীর সৈনিক, সুইস ও হানোভিয়ান ভ্যগাবণ্ড ও শ্বেতাঙ্গ যুদ্ধবন্দী --- সবাই ইংরাজ ফৌজে ভর্তি হত। এক কথায় ভারতে জীবিকার জন্য আগত যেকোন 'সাদা মাল' পাওয়া যেত, তাকেই ইংরাজ বাহীনিতে ভর্তি করা হত।

১৭৫৪ সালে ইস্ট ইণ্ডিয়া কোম্পানিকে সাহায্যর জন্য প্রথম ইংল্যাণ্ডের রাজকীয় বাহিনী ৩৯ নং পদাতিক ভারতে আসে।

১৭৯৫ সালে কোম্পানি ফৌজে ইংল্যাণ্ডের রাজকীয় সেনা ও ইস্ট ইণ্ডিয়া কোম্পানির শ্বেতাঙ্গ সৈনিকের সংখ্যা ১৩ হাজার।
বাংলা, বোম্বে ও মাদরাজ প্রেসিডেন্সির মিলিত দেশীয় সিপাহীর সংখ্যা ৩৩ হাজার।

এই তিন প্রেসিডেন্সিতে সিপাহিরা জাতিগত ভাবে কারা ছিলেন। মাদরাজ ও বোম্বাইতে প্রথমদিকে অজস্র ভাড়াটিয়া আরব, আফগান ও রোহিলা সৈনিক ছিল। এরা ছিল পতনোন্মুখ মোগল সাম্রাজ্যের কর্মহীন সেনা। সারা ভারত জুড়ে এরা ভাড়াটিয়া সেনার কাজ করত। বোম্বে ও মাদরাজে স্থানীয় সেনা থাকলেও, বাংলা প্রেসিডেন্সীরর সেনারা বেশিরভাগ বিহার, পূর্ব উত্তরপ্রদেশের ব্রাহ্মণ, রাজপুত ও মুসলমান। স্থানীয় রিক্রুট দের মধ্যেে বেশির ভাগ ছিল উত্তর ভারতীয় পেশাদার সৈনিকদের জারজ সন্তান এবং দলিত হিন্দু --- যারা উভয়েই বিলাতী ও ইংরাজদের ছোঁয়া খাদ্যগ্রহণে দ্বিধা করত না। আর 'এরা আনন্দেরর সঙ্গে তাদের অত্যাচারী উঁচুজাতের লোকের বিরুদ্ধে লড়াই করত'.
এদের উপর নির্ভর করেই ইস্ট ইণ্ডিয়া কোম্পানি ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করে।

১৭৬২ সালে মাদরাজ প্রেসিডেন্সিরর সিপাইরা ফিলিপিন্সে গিয়ে স্পেনীয় বাহিনীকে পরাজিত করে মানিলা অধিকার করে।

১৭৯৫ মাদরাজের সিপাইরা শ্রীলংকায় ওলন্দাজ -ফরাসীদের পরাজিত করে শ্রীলংকা অধিকার করে।

১৮০১ বোম্বে প্রেসিডেন্সির সিপাইরা মিশরে ব্রিটিশ বাহিনীকে সাহায্যরর জন্য যায়।

১৮০৮ বেঙ্গল প্রেসিডেন্সির সিপাইরা মাকাও (চিন) দখল করে ফরাসীদের উপর টেক্কা দিয়ে।

১৮১০ ব্রিটিশ বাণিজ্যিক জলপথ নিরাপদ করার জন্য তিন প্রেসিডেন্সির মিলিত সেনাদল ফরাসী অধিকৃত মরিসাস, বুরবঁ, রোদ্রিগ দখল করে।

১৮১১ দেশীয় সিপাইদের সহায়তায় ওলন্দাজদের থেকে জাভা দখল করে।

১৭৯৮ সালে মারাঠা ও টিপুর পরাজয়, ১৮১৪ সালে নেপাল যুদ্ধ, ১৮১৭ মারাঠা ও পিণ্ডারীদের বিরুদ্ধে অভিযান। এ সবেতেই তিন প্রেসিডেন্সির সিপাইরা অংশ নেয়।
(ক্রমশ)
 শেয়ার করেছেন : - প্রণব কুমার কুণ্ডু
শেয়ার করেছেন : - প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন